বান্দরবান আমাদের দেশের অন্যতম মনোরম স্থান। নীলগিরি পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দরবান-থানচি সড়কের পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পর্যটন কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে দ্রুত মেঘে পৌঁছানো যায় বলে এটি বাংলাদেশের দার্জিলিং নামেও পরিচিত। নীলগিরি থেকে বান্দরবানের সর্বত্রই সবুজ আর সবুজ। চারপাশের সুন্দর সবুজ আর একাকীত্ব নীলগিরির অন্যতম আকর্ষণ।

বাংলাদেশ সেনাবাহিনীর 17 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক চিম্বুক-থানচি সড়ক নির্মাণের সময় ম্রো জনগণের বান্দরবান থানচি সড়কের কাপ্রু পাড়া এলাকায় এটিকে নিরাপত্তা টহল হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিকল্পনায় এটি একটি পর্যটন কেন্দ্রের পূর্ণতা পায়।