অটোমান সাম্রাজ্যের সূর্য তখন ডুবে যায় যায় অবস্থা! ব্যবসায়ীক ভাবে আরও একটু উন্নত হওয়ার আশায় বৃহত্তর সিরিয়া থেকে দলে দলে মানুষ আমেরিকায় যেতে শুরু করে, সময়টা ছিল ১৮৮০ সাল থেকে ১৯২৪!
ইতিহাসের এই সময়টায় অটোমান সাম্রাজ্য নানান চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছিল, জনসংখ্যার ছড়িয়ে ছিটিয়ে পড়াটাও একটা অর্থনৈতিক হুমকি হয়ে দাঁড়ায়, শুরুতে এটা চ্যালেঞ্জ মনে না হলেও এই চলে যাওয়াটা শুধু অর্থনৈতিক দিক থেকে নয় বরং শিক্ষা সাংস্কৃতিক দিক থেকেও একটা ভালো ধাক্কা দেয় গোটা সাম্রাজ্যকে।
পরের ইতিহাসটা যদিও আনন্দদায়ক ছিল না! প্রায় এক লাখের মত মানুষের অধিকাংশের কাজ জুটে কলকারখানায়, হেটে হেটে পথ পাড়ি দেয়া লোকজন কাজও পায় ফেরিওয়ালার, জীবনটা হেটে হেটেই শেষ হওয়ার দিকে আগায়! গুটিকয়েক ভাগ্যবানরা বড় ব্যবসা বলতে দোকান দিয়ে ছোট পরিসরে ব্যবসার সুযোগ পায়!
কি অদ্ভুত এক সময় ছিল! পলিটিক্যাল স্ট্রেন্থ কমে যাওয়া একটা শাসন ব্যবস্থাকে কত দিক থেকে যে চ্যালেঞ্জ করতে পারে তা কল্পনা করাও কঠিন। এমনসব চ্যালেঞ্জ যা আসলে সিরিয়াস ওয়েগুলো ডিল করার সময় হয়তো নীতিনির্ধারকদের নজরেও আসে না!
চিন্তার লিমিটেশন একটা সাম্রাজ্যকে কিভাবে দুর্বল করে দিতে পারে সেসব এংগেল থেকে অটোমানদের সময়টা পাঠ করলে কিছুটা বিষন্নতা গ্রাস করেই ফেলে!
এই ছবিটার মত সব সুন্দর হলে অবশ্য আফসোস নিয়ে দু কলম লিখতে হতো না! সেইসব দিন পেরিয়ে কত শত বছর চলে গেল, সেই ধাক্কাটা মনে হয় এখনো অনুভব করা যায়।