সাউথ আফ্রিকার খুব সিরিয়াস ক্রাইসিসের সময় নেলসন ম্যান্ডেলা প্রেমে পড়েন, আর তখনই বুঝতে পারেন যে দুনিয়ায় রাজনীতির বাহিরেও একটা জগৎ আছে, যে জগৎটা রাজনৈতিক জগতের পুরো উল্টো, যেখানে ক্ষোভ বিক্ষোভের বাহিরে একটা অভিমানের রাস্তাও আছে! নেতা হিসেবে খুব চিন্তাশীল, রাজনৈতিক মাঠের হিসেব-নিকেশে পারদর্শী একজন লিডারের তখন উপলব্ধিটা হয় এমন,
“রাজনীতিতে বুঝে শুনে পা ফেলাটাকে বড় যোগ্যতা হিসেবে ধরা হয়, কিন্তু প্রেমের ক্ষেত্রে হিসাব-নিকাশের কোন দাম নেই!”
আহা প্রেম! তোমার পাঞ্জা থেকে বাদ যায় না কেহ!
তথ্যসূত্র: বই-লং ওয়াক টু ফ্রিডম।