এই ছবিটা ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে –
তরুণ বয়সে আরাম করলে বুড়ো বয়সেও পরিশ্রম করতে হবে।
ব্যাপারটা ফালতু, একেবারে নেগেটিভ একটা এপ্রোচ, এইসব ফালতু আবেগি কথা ভাইরাল হওয়া সমাজের জন্য খুবই খারাপ, কেন? চলুন সেই কথাই বলি
ছবিটা পরিষ্কারভাবে একটা তথ্য দেয় যে যুবক বয়সে পরিশ্রম না করলে বুড়ো বয়সেও অমানবিক পরিশ্রম করে যেতে হবে, অনেকটা শাস্তির মতন শোনায় ব্যাপারটা। অথচ ছবিটা যে ওয়ার্কিং ক্লাসকে রিপ্রেজেন্ট করে, এই হতভাগা ক্লাসে জন্ম থেকে মৃত্যু অবধিই কাজ করে যেতে হয়। দুবেলা ভাত খাওয়ার জন্য রীতিমত তিন বেলা কাজ করা লাগে।
এই বাস্তবতার বিপরীতে এইসব ছবি ভাইরাল হলে অনেক তরুণই ধরে নিবে শালারা ইয়াং কালে কাজ করিস নাই মন দিয়া, এখন বুইড়া বয়সে রাস্তায় রাস্তায় কাজ কইরা খাইতেছিস। অথচ ব্যাপারটাই লজিক ছাড়া, আমাদের দিনমজুর ক্লাসটার সংগ্রামই এমন, শিশু কাল থেকে বৃদ্ধ বয়স অবধি দুই হাতে কামাই করে এক হাতে খাইতে হয়।
এবং আরও একটা সমস্যা হল, এই ওয়ার্কিং ক্লাসটা অনেক বড়, এমনসব ছবি ভাইরাল হলে একটা বড় ক্লাসের সম্পর্কে ভুল ধারণা জন্ম হওয়ার সুযোগ তৈরি হয় সেইসাথে একটা বিশাল জনসংখ্যার সম্মানবোধেও আঘাত করা হয়।